Shey Amare Amar Hote Dey Na (সে আমারে আমার হতে দেয়না) Lyrics

Shey Amare Amar Hote Dey Na (সে আমারে আমার হতে দেয়না) Lyrics



সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না

কার কপালের টিপ কার কপালের টিপ
কার হয়ে যায়
চলে গিয়ে ভুল করেছে
ভুল করে সে ফুল হয়ে যায়
ভুল করে সে ফুল হয়ে যায়

সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না

কোন সে ভারে নুইয়ে পরে
কুয়া তলে নৌকা দোলে
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না

কোন সে রাতে আঁচল নাচে
শীতের রাতে পিঠা উড়ে
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না

কার কপালের টিপ কার কপালের টিপ
কার হয়ে যায়
চলে গিয়ে ভুল করেছে
ভুল করে সে ফুল হয়ে যায়
ভুল করে সে ফুল হয়ে যায়

সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না